পট সয়েল | Pot Soil
টব বা বিভিন্ন পটে গাছ লাগানোর মাধ্যম হিসেবে পট সয়েল অনবদ্য একটি প্রক্রিয়াজাত মাটি। পট সয়েল (pot soil) মুলত জৈব সমৃদ্ধ প্রাকৃতিক মাটি। এই মাটির বিশেষত্ব হলো এটা পটে বা টবে দেয়ার পর গাছ ক্রমান্বয়ে পুরোটাই খাদ্য হিসেবে গ্রহন করতে পারে। এটি এমন ভাবে তৈরি যাতে শতকরা ২০ ভাগই গাছের খাদ্য হিসেবে উপস্থিত থাকে, বাকি ৮০ ভাগ ধীরে ধীরে খাদ্যে রুপান্তরিত হতে থাকে এবং গাছ সেটা গ্রহন করতে থাকে। এটি পুরোপুরি রাসায়নিক মুক্ত এবং ওজনে হালকা। এই মাটিতে প্রয়োজনের অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে যায় এবং বায়ু চলাচলের সুবিধা থাকায় গাছের শিকড় সহজেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যেহেতু পটিং সয়েল ওজনে হালকা হয় ফলে ঝুলন্ত টব সহজে ছিড়ে পরে না এবং টব ও গাছের স্থায়িত্ব বাড়ে।
টবে এই মাটি গাছকে বিশেষ ধরনের সুবিধা দেয়। পট সয়েল ব্যবহারে বারবার মাটি পরিবর্তনের বা রি-পটিং এর কোন প্রকার ঝামেলা থাকে না। ঘন ঘন পানি ও সার দেয়া লাগে না। মাটির কারনে গাছে রোগ বালাইয়ের আক্রমন খুবই কম হয়। ধীরে ধীরে গাছ খাদ্য গ্রহণের ফলে সময়ের সাথে সাথে টবে মাটির পরিমান কমতে থাকে। তাই সময় সময় এতে সামান্য পট সয়েল পুনরায় যোগ করলে মাটি পরিবর্তনের বা রি-পটিং এর প্রয়োজন পরে না। সর্বোপরি বলা যায় পটসয়েল হলো সর্ব-উৎকৃষ্ট প্রাকৃতিক মাটি।
পট সয়েল তৈরিতে কোকোপিট, কাঠের গুড়ো, ভার্মিকম্পোষ্ট, তুষ, পাতা-পচা সার, হাড়ের গুড়ো, ঝিনুক গুড়ো, প্রাকৃতিক চুন, মোলাসেসেস , ট্রাইকোডার্মাসহ প্রায় ১৮ ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। তাই এটা একেবারেই পার্শ-প্রতিক্রিয়া বিহীন।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet